অনলাইনে কোরবানির গরু কেনার সুযোগ দিচ্ছে ‘কাউহাট’

অনলাইন আপডেট ডেস্ক- করোনা মহামারির মধ্যে কদিন পরই কোরবানির ঈদ। এই ঈদের উৎসব যেন আসে আগেভাগেই। অনেকের চিন্তাভাবনা প্রস্তুতি থাকে কোরবানির পশু কেনাকে ঘিরে।

তবে এই করোনার মধ্যে ঝুকিমুক্ত থাকতে ব্যস্ত নগরীর মানুষের জীবনকে সহজ করে দিতে আপনার ঘরেই নিয়ে এসেছে হাট। পরিবারের সব সদস্যকে গরুর ছবি এবং ভিডিও দেখিয়ে কিনতে পারবেন এবারের কোরবানির পশুটি!

এই কোরবানির ঈদে ৫০০০+ গরু নিয়ে যাত্রা শুরু করেছে কাউহাট (cowhaat.com.bd)। কাউহাট থেকে আপনারা গরুর এবং ভিডিও দেখে গরু কিনতে পারবেন। গরুর ছবি এবং ভিডিও’র পাশাপাশি তাদের ওয়েবসাইটে রয়েছে প্রতিটি গরুর বয়স, ওজন ও দাম। ক্রেতারা পছন্দমতো দেখে গরু কিনতে পারবেন এখান থেকেই।

গরু বিক্রয়ের পাশাপাশি করোনায় ঝুকিমুক্ত থাকতে কাউহাট দিচ্ছে গরু বানিয়ে নেওয়ার সুযোগ। এ ক্ষেত্রে হালাল ও নিরাপদ কোরবানির প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে কাউহাটের উদ্যোক্তা মোঃ জুয়েল রানা বলেন, আমরা নিজেদের কসাই দিয়ে সম্পূর্ণ হালাল এবং নিরাপদ উপায়ে জবাই করে মাংস প্যাকেজিং করে গ্রাহকের বাসায় পৌঁছে দিব।

তাই এই করোনার মধ্যে যাঁরা যুকিমুক্ত থাকতে চান তাঁদের জন্য কাউহাট দিচ্ছে দারুণ এই সুযোগ।

Facebook
Twitter
WhatsApp