আপনার স্বাস্থ্য ডেস্ক–
মানুষের বেঁচে থাকতে খাবারের প্রয়োজন হয়। খাবার ছাড়া মানুষের চলে না এটা ঠিক। যত দিন যাচ্ছে, তত নতুন নতুন স্বাদের খাবার তৈরি হচ্ছে। বদলে যাচ্ছে আমাদের খাদ্যাভ্যাসও। আর এখনকার বেশিরভাগ খাবারই দেখতে সুন্দর অথবা খেতে সুস্বাদু। কিন্তু খাবারের যে এই দুটো ভাগই শেষ নয়। খাবার জিভে থাকা পর্যন্ত স্বাদ। কিন্তু তা পেটে যাওয়ার পর থেকে অন্য গল্পের শুরু। কে জানে, আপনি যেটা খেলেন সেটা বিষ হল কিনা!
এখানে আপনি পাবেন এরকম ১০টা খাবার, যেগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি কোনও না কোনও সময়। কিন্তু আপনি জানেন কি, এই খাবারগুলে বিষের মতো কাজ করতে পারে আপনার জীবনে? দেখেই নিন, কোন কোন খাবার আপনার জন্য খুবই ক্ষতিকর।
১) মার্জারিন – মাখনের মজ্জা
২) কৃত্রিম মিষ্টি
৩) টমেটো সস্
৪) ফ্রস্টিং
৫) স্ট্রবেরি
39716″ src=”http://www.bengalieye.com/wp-content/uploads/2016/09/7766″ alt=”7766″ width=”600″ height=”342″ />
৬) স্প্রাউট
৭) প্যাকেজ কুকি
৮) ফ্রোজেন পিজ্জা
৯) সোডা
১০) ফাস্ট ফুড