স্বাস্থ্য ডেস্কঃ
শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে এখন পুরুষদের মধ্যে বাড়ছে প্রস্টেটের সমস্যা। এই সমস্যায় আক্রান্ত হয়ে প্রতি বছর মৃত্যু হয় বহু মানুষের। অথচ, এই রোগের বিরুদ্ধে এখনও সেভাবে চিকিত্সা বিজ্ঞান নিজেদের প্রসার করতে পারেনি। তবে, সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এই রোগ প্রতিরোধের একটি নতুন উপায়।
কী সেই উপায়?
আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে গত এক বছরে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত কয়েকজন রোগীর উপর একটি পরীক্ষা চালানো হয়। সেখানে তাঁদের সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন করে বিভিন্ন ধরনের বাদাম খেতে দেওয়া হতো। সঙ্গে থাকত সাধারণ খাবারও। বছর ঘুরতেই দেখা যায়, ওই রোগীদের সমস্যা অনেকটাই কমেছে। সেই সঙ্গে কমেছে তাঁদের মৃত্যুর সম্ভবনাও।
এই গবেষণার সঙ্গে থাকা চিকিত্সকদের দাবি প্রস্টেটের সমস্যায় যারা ভুগছেন তাঁদের প্রত্যেকদিন প্রায় আধা কাপ করে বাদাম খাওয়া উচিত। বিশেষ করে চিনেবাদাম, কাঠবাদাম, কাজু ও পিস্তা এই রোগ উপসমে বিশেষভাবে কার্যকর বলে তাঁরা জানিয়েছেন।