পাবনায় বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীদের অপারেশন

পাবনা : জন্ম থেকে ঠোঁট কাটা তালু কাটা রোগীদের জন্য দু’দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে। শহরের মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল এ ক্যাম্পের আয়োজন করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কসমেটিক সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাজ্জাদ খন্দকারের নেতৃত্বে ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম অর্ধশত রোগীর এই চিকিৎসা প্রদান করেন। টিমের অন্য চিকিৎসকরা হলেন, ডা. রিজাই রাব্বি, ডা. মোজাহারুল, ডা. শাহীন ও ডা. তানভীর। এই ক্যাম্পে দ্’ুদিনে ৩০ জন রোগীতে অপরাশন করা হয়।
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার সিভিল সার্জন ডা. তাহসীন বিগম। বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল করিম, মুসলিম এইড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামসুল আলম ও সাংবাদিক আবদুল মজিদ দুদু।

Facebook
Twitter
WhatsApp