কঠিন রোগের পূর্বাভাস দেয়

স্বাস্থ্য ডেস্ক:

45240″ alt=”images” src=”https://www.bengalieye.com/wp-content/uploads/2014/01/images45″ width=”292″ height=”160″ />

মুখে দুর্গন্ধের সমস্যা যাদের, তারা অধিকাংশ সময়েই সমস্যাটি এড়িয়ে চলেন। অন্তত এই সমস্যার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন যে কেউ বোধ করেন না, সেকথা বলাই বাহুল্য। তবে দিন বদলে গেছে, মুখে দুর্গন্ধের সমস্যাকেও এবার গুরুত্ব দেয়ার সময় এসে গেছে!

সাধারণত মুখে দুর্গন্ধ হয় মুখ, দাঁত ও মাড়ি ঠিকমতো পরিষ্কার না করায়, খাবার পর মুখ ঠিক করে না ধুলে, দাঁতে পাথর হলে কিংবা মাড়ির অসুখ থাকলে। আর এই সমস্যাগুলোকে অধিকাংশ সময়েই গুরুত্ব না দিয়ে সবাই এড়িয়ে চলেন।

কিন্তু জানেন কি? পেটের গুরুতর গোলমাল হলেও মুখের দুর্গন্ধ হয়। শুধু তাই নয়, রক্তচাপ কিংবা হৃদরোগের সমস্যা থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে! এমনকি হৃৎপিণ্ড, লিভার, নাক, গলা ইত্যাদিতে ইনফেকশন হলেও মুখে দুর্গন্ধ হয়।

তাই সচেতন হোন এখনই। মুখে দুর্গন্ধের সমস্যা হলে প্রথমেই তা গুরুত্বের সঙ্গে নিন। দাঁত, মুখ ঠিকমতো পরিষ্কার করতে যা যা করণীয় তা করুন। আর তারপরেও সমস্যাটি দূর না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হোন!

জানেন তো? রোগের প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম। তাই আগেই সাবধান হোন, মুখে দুর্গন্ধ হলে সচেতনতা হোন।

Facebook
Twitter
WhatsApp