‘ইনসুলিন পাম্প’ ডায়াবেটিস চিকিৎসায় নতুন মাত্রা যোগ করল

11727″ src=”http://www.bengalieye.com/wp-content/uploads/2016/07/insuline-pump-in-diabetes” alt=”insuline-pump-in-diabetes” width=”500″ height=”332″ />


স্বাস্থ্য ডেস্কঃ

আমার বন্ধুর বাবার ডায়াবেটিস ২০ বছর। গত ১০ বছর যাবত আমি তার চিকিৎসা করে আসছি। ইদানীং তিনি খুব খিটমিটে হয়ে গেছেন। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ,হৃদরোগ, হাঁপানি সব কিছুর ঔষধ খেতে খেতে তিনি খুব ক্লান্ত। এর উপর গত তিন বছর যাবত ডায়াবেটিস এর জন্য ইনসুলিন চলছে। এখন আর তিনি ইনসুলিন ইনজেকশন নিতে চাচ্ছেন না।

আমার কাছে বন্ধু আসল যে এখন কি করা যায়, ইনসুলিন ইনজেকশন এর বিকল্প কি কিছু আছে নাকি। আমি জানালাম আছে তার নাম ইনসুলিন পাম্প। ইনসুলিন দেওয়া হবে কিন্তু দিনে ২ বার বা তিন বার সুই দিয়ে ফোঁটা করতে হবে না। একবার সেট করে দিলেই ওটা অটোম্যাটিক ইনসুলিন নিতে থাকবে।

রক্তের গ্লুকোজ এর মাত্রা অনুযায়ী ইনসুলিন সরবরাহ করে কিংবা বিশেষ প্রয়োজনে নিজ থেকে বন্ধ হয়ে যায়। তাছাড়া রক্তের সক্রিয় ইনসুলিন এর মাত্রা জানিয়ে দিবে। ইনসুলিন পাম্প কি ইহা শরীরের বাইরে বহনযোগ্য মোবাইল ফোনের মত একটি ডিভাইস। এই ডিভাইসটি দিয়ে প্রয়োজন মত ইনসুলিন বার বার ইনজেকশন না দিয়ে শরীরে প্রবেশ করানো যায়।

এটা আপনার বেল্ট- এর সাথে আটকে রাখা, পকেটে রাখা অথবা কাপড়ের নিচে রাখা সম্ভব। এই পাম্প ব্যবহার করলে খাবার খাওয়ার, কাজকর্মের কিংবা বার বার ইনসুলিন নেবার দুশ্চিন্তা ও কঠিন নিয়ম থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি পছন্দের খাবার খাওয়ার আগে বোলাস ডোস নিয়ে উৎসবে-আনন্দে সবার সাথে অংশগ্রহণ করা যায়। বিশেষ করে শিশু, অক্ষম ও বৃদ্ধদের জন্য এটি অত্যন্ত কার্যকারী। তাছাড়া যারা তাদের ডায়াবেটিস নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। প্রতিদিন ইনসুলিন ইনজেকশন এর ভয়, আর নয় আর নয়। লেখক:- খিলগাঁও ডায়াবেটিক ও স্পেশালাইজড ডক্টর’স চেম্বার, খিলগাঁও চৌরাস্তা, ঢাকা।

Facebook
Twitter
WhatsApp